পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনা ক্যাম্পে স্বারকলিপি দিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ পটুয়াখালী।
তাবলীগের বিশ্ব আমীর হজরত মাওলানা সাদ কে বাংলাদেশে আসা এবং দেশের সকল মসজিদে তাবলিগের কাজ পরিচালনা করার জন্য এ বছর যাতে আসতে পারে দাবি জানিয়ে পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনা ক্যাম্পে স্বারকলিপি দিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ পটুয়াখালী।
আজ দুপুরে সার্কিট হাউজের সামনে থেকে হাজার হাজার তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারিরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এর কাছে স্বারক লিপি প্রদান করেন। পরে পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদের কাছে স্বারক লিপি দেন।
তাদের দাবি গত ৭ বছর ধরে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা এবং আখেরি মোনাজাত পরিচালনা করতে পারছেন না।
তাকে আগামী বিশ্ব ইজতেমায় বাধাহীন ভাবে আসার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
আর কে