ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

পটিয়ায় মলম পার্টির খপ্পরে ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা, পটিয়াঃ

প্রকাশিত: ১৫:০০, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৫:০৪, ২ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় মলম পার্টির খপ্পরে ব্যবসায়ী

ছবির ক্যাপশন-  মলম পার্টির খপ্পরে পড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার ব্যবসায়ী মাহবুবুল আলম।  

চট্টগ্রামের পটিয়ায় মলম পার্টির খপ্পরে পড়েছেন মাহবুবুল আলম (৪৫) নামের এক মুদির দোকানদার। তিনি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবের আহমদের পুত্র।  সোমবার বেলা ২টার দিকে পটিয়া বাসস্টেশন এলাকা থেকে স্থানীয় জনতা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ওই ব্যবসায়ীকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ম়লম পার্টির খপ্পরে পড়া ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

জানা গেছে, চট্টগ্রাম ছেড়ে আসা পটিয়ার একটি বাস স্টেশনে থামে। এ বাস থেকে সকল যাত্রী নামলে মলম পার্টির খপ্পরে পড়া এ ব্যবসায়ী গাড়িতেই অজ্ঞান হয়ে পড়েন যান।  পরে বাসের হেলপার ও স্থানীয় ব্যবসায়ীরা মাহবুবুল আলম উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ 

পটিয়া বাস-স্টেশনের ব্যবসায়ী মোহাম্মদ আরাফাত জানিয়েছেন, বেলা ২টার দিকে শহর ছেড়ে আসা একটি বাসে মলম পার্টির শিকার হয়েছেন ব্যবসায়ী মাহবুবুল আলম।  অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পাপিয়া চক্রবর্তী জানিয়েছেন, মলম পার্টির খপ্পরে পড়া এ ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। 

পটিয়া থানার ওসি জায়েদ নূর জানিয়েছেন, পটিয়া এলাকায় কোন মলম পার্টির সদস্য নেই। ধারনা করা হচ্ছে পটিয়ার বাইরে গাড়িতেই মলম পার্টির শিকার হয়েছেন এ ব্যবসায়ী৷ তারপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন।


 

জাফরান

×

শীর্ষ সংবাদ:

রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে