ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

টাকা তুলতে পারছেন না গ্রাহকরা: হতে হচ্ছে হয়রানি!

প্রকাশিত: ১৪:০৫, ২ ডিসেম্বর ২০২৪

টাকা তুলতে পারছেন না গ্রাহকরা: হতে হচ্ছে হয়রানি!

ছবি সংগৃহীত

সোশ্যাল ইসলামি ব্যাংকে ঘুরে টাকা তুলতে পারছেন না বলে অভিযোগ গ্রাহকদের।

মো: মনির হোসেন নামে এক গ্রাহক বলেন, ২০০১ সাল থেকে আমি এসআইবিএলে সার্ভিস নিচ্ছি।  কিন্তু গত ৩/৪ মাস ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছে। 

তিনি আরও বলেন, সপ্তাহে আমাদের পাঁচ হাজার টাকা দেয় না অথচ প্রতিটা ম্যানেজার মাস শেষে ২ লাখ টাকা বেতন নেয়। এই বেতনের টাকার উৎস কোথায়? এগুলা তো আমাদের গ্রাহকদের টাকা। আমরা আসছি বলেই উনারা টাকা পাচ্ছেন।

এছাড়াও, গ্রাহকদের সাথে বাজে আচরনের অভিযোগ রয়েছে এই ব্যাংকের বিরুদ্ধে।  

মনির হোসেন বলেন, একটু বসেন আসছি বলে ম্যানেজার চলে যায়। দুই ঘন্টা পরে আসে। উনাদের আচরণ খুবই বাজে।

উল্লেখ্য, গত আগস্ট মাসের শেষ সপ্তাহে দিনপ্রতি ব্যাংক থেকে টাকা তোলার সীমা ছিল ৪ লাখ। অথচ শরিয়াভিত্তিক এই ব্যাংকের জেলার সব কটি শাখা দিতে পেরেছে ২০ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। আবার কোনো কোনো শাখায় ৩০ হাজার টাকার চেক নিয়ে গেলে ৫, ১০ হাজার টাকা ধরিয়ে দিয়ে বলেছে, আপাতত চলুন, আগামী সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এত মাস অতিবাহিত হলেও এখনো খুড়িয়ে খুড়িয়েই চলছে শাখাগুলো।

ইসরাত

×