ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

আবেদন ফি ও লিখিত পরীক্ষার নম্বর কমেছে বিসিএস পরীক্ষার

প্রকাশিত: ১৩:৪৮, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:৫২, ২ ডিসেম্বর ২০২৪

আবেদন ফি  ও লিখিত পরীক্ষার নম্বর কমেছে  বিসিএস পরীক্ষার

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর ঘোষণা আগেই দিয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার নতুন ফি নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে এ ফি কার্যকর হয়েছে।

 

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পিএসসি ফি কমানোর ঘোষণা দেয়। ঘোষণায় পিএসসি উল্লেখ করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

জাফরান

×