ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বাগেরহাট সনাকের নতুন সভাপতি অ্যাডভোকেট টুকু  

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৩:৪৫, ২ ডিসেম্বর ২০২৪

বাগেরহাট সনাকের নতুন সভাপতি অ্যাডভোকেট টুকু  

অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাগেরহাট সচেতন নাগরিক কমিটি (টিআইবি)’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছে। টিআইবি ও সনাক নীতিমালা অনুযায়ী গতকাল রবিবার সন্ধ্যায় সনাকের নিয়মিত সভায় সনাক সদস্যদের সর্বসন্মতিতে অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। 

তিনি আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে দায়িত্ব পালন করবেন। এ সভায় শেখ মুজিবুর রহমান ও ফিরোজা নাসরিন ডলি সহ-সভাপতি হিসেবে পূণরায় এক বছরের জন্য নির্বাচিত হন।

বিদায়ী সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু এর মেয়াদ তিন বছর পূর্ণ হওয়ায় সনাকের নিয়মানুযায়ী উপস্থিত সদস্যবৃন্দ নতুন সভাপতি  হিসেবে অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকুকে নির্বাচিত করেন। 

সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে এ সভায় সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান, ফিরোজা নাসরিন ডলি, সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যাপক এবিএম. মোশাররফ হুসাইন, অ্যধাপক খান সালেহ আহমেদ, অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ, বাবুল সরদার,ফরিদা রহমান, অসীমা ঘোষ, আখরজি বেগম, অ্যাডভোকেট নওরোজ মহীত, মো. জাকির হোসেন, অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, মোরশেদুর রহমান সাগর, পূরবী রানী দাস ও এফ, এম, মোস্তাফিজুল হক। সভা শেষে নব নির্বাচিত সভাপতি ও সহ-সভাপতি গণকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিতরা।

×