ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ 

সংবাদদাতা, কক্সবাজার

প্রকাশিত: ০০:১০, ২ ডিসেম্বর ২০২৪

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ 

মানববন্ধনে ভুক্তভোগীরা

কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকার ইনানীর সুনারপাড়া নিদানিয়া এলাকায় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ 
তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। 

আজ রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগী জমির মালিকরা। 

এ সময় অভিযোগ তুলে ভুক্তভোগীরা জানান, বিগত এক বছর আগে কক্সবাজার ফায়ার সার্ভিসের প্রদান কর্মকর্তা অতীশ চাকমা ও সোনারপাড়া এলাকার দালাল কালা জমিরের মাধ্যমে কাগজ জালিয়াতী করে স্থানীয় জমি মালিকদের জমি জবরদখল করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করেন।  কিন্তু জমিগুলো কোনো অধিগ্রহণ না করে উক্ত জমি অবৈধভাবে দখলকারার কারলে আমরা বারবার স্বারষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানাই। বিষয়টির কোনো সমাধান না হওয়াতে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। 

ভোক্তোভোগী জমির মালিক শহীদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসে কল্যাণ তাহাবিলের মাধ্যমে জায়গা ক্রয়ের অধিগ্রহণের নাটক সাজিয়ে আমাদেরকে জমির কোনো মূল্য না দিয়ে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা দিয়ে আমাদের জমি জবরদখল করে আমাদেরকে নি:স্ব করে দিয়েছে। আমরা অভিযোগ করতে গেলে আমাদের বপিরবারকে বিভিন্নভাবে হয়রানি করছে। 

ভুক্তভোগী শহীদুল্লাহ আরও বলেন বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী পেটুয়া বাহিনী দিয়ে আমাদের জমিগুলো জোর জবরদখল করে। আমরা জমিতে যেতে চাইলে আমাদের উপর নানা জুলুম নির্যাতন অত্যাচার করা হচ্ছে।  আমাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও তারা দেশের প্রচলিত আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে জমি দখলে নিয়েছে। আমরা আমাদের ন্যায্য মজুরীর মাধ্যমে জমি অধিগ্রহণ দিতে চাই।  আমাদেরকে জমির মুল্য না দিয়ে এবং কোন রেজিস্ট্রি না নিয়ে আমাদের সাথে প্রতারণা করে বসেছে ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা। আজ দেশ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। আমারা আসা করছি বর্তমান সরকার আমাদের আমাদের পাশে দাঁড়াবেন। আমরা ন্যায় বিচার চাই। স্বৈরাচারে দোসরদের হাত থেকে মুক্ত চাই। সরকারকে সহযোগীতা করতে চাই বৈধভাবে সরকার আমাদেরজমিগুলো অধিগ্রহণ করে ন্যায্য মূল্য দিবে বলে আমরা আশা করছি।   

ভোক্তভোগী ফরমেটিভ সী আইল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক বলেন, আমরা সাধারন জনগন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ পুঞ্জিত করে জমি ক্রয় করেছি প্রোজেক্ট করার জন্য। ফ্যাসিবাদী সরকারের দোসররা বিগত সরকারের সময় আমাদের জমি জবর দখল করে নেয়। বর্তমান বৈষম্য হীন সরকারের কাছে আমরা এর সুষ্ঠু বিচার ও প্রতিকার চাই। 

আরেক ভোক্তোভোগী মাহবুব আলম মিনার বলন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের এসিস্ট্যান্ট ডিজি প্লানিং ইকবাল বাহারের নির্দেশে ও কক্সবাজারে দায়িত্ব থাকাকালীন ফায়ার সার্ভিসের কর্মকর্তা অতিশ চাকমা ও জমির নামের এক দালাল মিলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে আমাদের জমি অধিগ্রহণ করার নামে প্রতারণা করে জমি দখলে নিয়েছে। আমরা ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগ করে এই পর্যন্ত আমরা কোন সুরাহা পাইনি। 

মানববন্ধন শেষে ভোক্তোভোগীরা কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করেন।

শিহাব

×