ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গজারিয়ায় কাজলী নদী বাঁচাতে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ২৩:১৮, ১ ডিসেম্বর ২০২৪

গজারিয়ায় কাজলী নদী বাঁচাতে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার

স্বেচ্ছাশ্রমে এলাকার লোকজন বদ্ধ খাল পরিষ্কার করছেন

মুন্সীগঞ্জের উপজেলার বাউশিয়া ইউনিয়নে কাজলী নদী পরিষ্কার, দখলমুক্ত ও খনন শুরু হয়েছে। শনিবার ও রবিবার দুই দিন ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনূর আক্তারের নেতৃত্বে স্বেচ্ছাসেবী কর্মীরদের অংশগ্রহণে বক্তারকান্দি ও টেকপাড়া গ্রাম সংলগ্ন কাজলী নদী পরিষ্কার কর্মসূচি চলছে। খননের ব্যবহার করা হয় ভেক্যু। সরেজমিন গিয়ে দেখা যায়, যৌথ উদ্যোগে অংশগ্রহণ করেছে গজারিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মী, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মী, বাউশিয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন।
কর্মসূচিতে অংশ নেয়া  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে নদী উদ্ধারের কাজ করছেন। পরিষ্কার ও খনন কর্মসূচির মাধ্যমে প্রায় ১৬টি গ্রামের ২০ থেকে ৩০ হাজার  মানুষ  নদীর প্রকৃত সেবা ফিরে পাবে আশা ইউএনওর। এক সময় কাজলী নদী ছিল এলাকার মানুষের প্রাণ। নদীতে মাছ ধরা, সাঁতার কাটা, বর্ষাকালে নৌকাবাইচ হতো। পরিষ্কার ও খনন করে শিল্পের বর্জ্য ফেলা বন্ধ হলে নদীর প্রকৃত সেবা পাবে মানুষ। কমবে স্বাস্থ্য ঝুঁকি, বাড়বে হাজার হাজার কৃষি জমির সেচ সুবিধা। বিদ্যুৎ খরচসহ নানা রকম সাশ্রয় হবে। কাজলী নদী প্রাণ ফিরে পেলে পুরো এলাকার চেহারা বদলে যাবে। পরবর্তীতে গজারিয়া উপজেলার সব নদী ও খাল দখলমুক্ত করারও দাবি উঠেছে।

×