সৈয়দপুরবাসী
সৈয়দপুরবাসীর প্রানের দাবী ছিল শহরের তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় পর্যন্ত সড়কটি সংস্কারের। তবে ফ্যাসিস্ট সরকারের মনোনিত সাবেক মেয়র এই সড়ক সংস্কার নিয়ে ব্যাপক অনিয়ম করেছিলেন। এতে সড়কটি দিন দিন চলাচল অযোগ্য হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে চলাচলকারীদের। অবশেষে পৌর প্রশাসকের উদ্যগে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। । রবিবার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল মোড়ে সংস্কার কাজের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও জেলা বিএনপির সভাপতি আঃ গফুর সরকার।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এর অর্থায়নে ৬৬ লাখ ৮ হাজার ৩৩ টাকা ব্যায়ে রাস্তাটি মেরামত করা হচ্ছে। প্রায় ৩ হাজার ৫ শ' মিটার দীর্ঘ সড়ক। এ সড়কে গর্ত ভরাট ও পিচ পাথরের কার্পেটিং করা হবে। নীলফামারীর মিনা কন্সট্রাকশন এই কাজ করার অনুমোদন পান।
শহরের তামান্না মোড় হতে ওয়াপদা মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কে বড় বড় গর্ত হওয়াসহ ভেঙে একাকার হয়ে পড়েছে। দীর্ঘ ২০ বছর ধরে এমন চলাচল অযোগ্য অবস্থার কারণে সৈয়দপুর পৌরসভাসহ উপজেলার ৩ টি ইউনিয়ন এবং জেলা শহর ও আশেপাশের ৩ টি উপজেলার লোকজনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম দুর্ভোগে দূর্দশাগ্রস্থ হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এ সড়ক সংস্কারের দাবীতে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান, সভা সমাবেশ করা হয়েছে। তারপরও পৌর কর্তৃপক্ষ মেরামতের কোন উদ্যোগ নেয়নি। বরং তৎকালীন মেয়র রাফিকা আক্তার জাহান বেবি তার অনুগত লোকজনকে দিয়ে সংষ্কারের নামে থুকপালিশ কাজ করে ২৬ লাখ টাকা লোপাট করেন। এসবের বিরুদ্ধে ১৪ জন কাউন্সিলর প্রতিবাদ করলেও সরকারের স্মেহ ভাজন হওয়ায় কোন ব্যাব্স্থা নেয়া হয়নি। তাই চড়ম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ নগরবাসী ও পথচারীদের। অবশেষে এই সড়কটি মেরামত শুরু হওয়ায় দুর্ভোগ লাঘব হতে চলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, মিডিয়া বিভাগের সম্পাদক আব্দুস সালাম, প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, পৌর সহকারী প্রকৌশলী সেলিম আহমেদ জুয়েল, উপসহকারী প্রকৌশলী কানরুল ইসলাম ও আব্দুল খালেক, হিসাব রক্ষক আবু তাহের, ঠিকাদারের প্রতিনিধি জাকির হোসেন মেননসহ পৌর কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আর কে