ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

কর্মচারীদের বকেয়া বেতনের দাবীতে গেটে তালা, সড়ক অবরোধ!

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।।    

প্রকাশিত: ১৬:২১, ১ ডিসেম্বর ২০২৪

কর্মচারীদের বকেয়া বেতনের দাবীতে গেটে তালা, সড়ক অবরোধ!

বকেয়া বেতনের দাবীতে পৌরসভার গেটে তালা দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বাগেরহাট পৌরসভার মাস্টারোলের ২৫০ জনের অধিক কর্মচারী বকেয়া বেতনের দাবীতে পৌরসভার গেটে তালা দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার দুপুরে পৌরসভার প্রধান গেটের সামনে মাস্টারোলের কর্মরত কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে পৌরসভার গেটে তালা দিয়ে সড়কে অবস্থান করেন। গত ৬ মাসের বকেয়া বেতনের দাবীতে এ কর্মসুচী পালন করেন তারা। নানা শ্লোগান দিয়ে এসময় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তখন পৌর সভার সামনের ব্যস্ততম সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

বিক্ষোভ কারীরা বলেন, বেতনের ওপর আমাদের জীবন জীবিকা নির্ভর করে। আমরা খাব গরীব কর্মচারী। কিন্তু আমাদের গত ৬ মাস বেতন বন্ধ রয়েছে। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে দিনযাপন করছি। আজ আমাদের বকেয়া বেতন না দিলে পৌরসভার গেটের তালা খুলবো না, আর সেই সাথে রাস্তা থেকেও সরবো না। আমাদের দাবী না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আর কে

×