ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

‘জাতির ভাগ্য বদল করতে গিয়ে নিজের ভাগ্য বদলে ফেলেছে আাওয়ামী লীগ’

প্রকাশিত: ১৫:৫১, ১ ডিসেম্বর ২০২৪

‘জাতির ভাগ্য বদল করতে গিয়ে নিজের ভাগ্য বদলে ফেলেছে আাওয়ামী লীগ’

পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'তারা (আওয়ামী লীগ) বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব, কিন্তু ভাগ্য বদল হয়েছে তাদের। জাতির সেবক হওয়ার কথা ছিল, মালিক হয়ে বসেছিলেন, সম্পদ বিদেশে পাচার করেছেন। এমন সেবক আর চাই না।’

রোববার (১ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘এমন সুন্দর বাংলাদেশে কে না চায়! কিন্তু অতীতে এই দেশে আমার চেয়ে আরও সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়ে যারাই ক্ষমতায় এসেছেন কেউ কথা রাখেনি। তারা (আওয়ামী লীগ) বলেছিল জাতির ভাগ্য বদলে দেব, কিন্তু ভাগ্য বদল হয়েছে তাদের, আর সর্বনাশ হয়েছে জাতির। জাতির সেবক হওয়ার পরিবর্তে মালিক হয়ে বসে টাকা সব পকেটে ঢুকাইছে আর বিদেশ পাচার করছে। এমন সেবক আমরা আর চাই না। আপনাদের আর আমাদের চাওয়া যদি একই হয়, তাহলে আমরা আপনাদের দোয়া, ভালবাসা ও সমর্থন চাই।’

এ সময় নড়াইল জেলা জামায়াতে ইসলামের আমির আতাউর রহমান বাচ্চু, জেলা নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খানসহ জামায়াতে ইসলাম ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নড়াইল সদর ও লোহাগড়ার পথসভা শেষে জামায়াতে ইসলামীর আমির সড়ক পথে ফরিদপুর জেলার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।

ইসরাত

×