ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে ছাই 

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

প্রকাশিত: ১৫:৪৮, ১ ডিসেম্বর ২০২৪

অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে ছাই 

  রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। রবিবার (১ ডিসেম্বর) রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে পূবালী ব্যাংক এর অপর পাশে আগুন জ্বলতে দেখে নাইট গার্ডরা। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রবিউল টেইলার্স, মিজানুর টেইলার্স ও দেলোয়ার গার্মেন্টস এর দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও পাশ্ববর্তী বালীয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাছিম ইকবাল জানান , খবর পেয়ে ৩টি ইউনিট  ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।  
 

জাফরান

×