ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাবেক রেলমন্ত্রীর জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণ

 স্টাফ রিপোর্টার,  পঞ্চগড়।।

প্রকাশিত: ১৪:৫৬, ১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:৫৭, ১ ডিসেম্বর ২০২৪

সাবেক রেলমন্ত্রীর জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণ

সাবেক রেলপথমন্ত্রী

সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় আদালতে হাজির করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের আদালতে তাকে তোলা হয়। পরে মামলার শুনানী শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। গুম ও হত্যার শিকার আল আমিন বৈষম্য রিবোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন।

মামলার শুনানীতে বাদী পক্ষে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি সহ আদালতের এপিপিবৃন্দ এবং আসামী পক্ষে সাবেক পিপি এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. মির্জা সারোয়ার হোসেন, এ্যাড. আলী আসমান বিপুল প্রমুখ অংশগ্রহণ। তবে মামলার শুনানীর সময় বাদী উপস্থিত ছিলেন।


 

আর কে

×