রামুর কচ্ছপিয়ার শুকমনিয়া এলাকায় ইয়াবা কেনাবেচার ঘটনাকে কেন্দ্র করে মো: শাহাবুদ্দীন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইয়াবা আসল কি না তা নিয়ে ইয়াবা বিক্রেতা ওবাইদুল আকবর রিমন ও মো: শাহাবুদ্দীন মিয়ার সাথে কথা কাটাকাটি জের ধরে এক পর্যায়ে তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঘটে। শনিবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে শাহাবুদ্দিন (২৩) নামে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত মো: শাহাবুদ্দিন মিয়া কচ্ছপিয়া তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়,শনিবার রাত সাড়ে ১১টার দিকে বালুবাসা গ্রামের শুকমনিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। শাহাবুদ্দীনকে একদল ইয়াবা কারবারি সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি কোপাতে থাকে। এলাকাবাসী দুই/তিন রাউন্ড গুলির শব্দও শুনতে পাই।
এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সরজমিনে গিয়ে নিহতদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনাটি ইয়াবা ব্যবসা কেন্দ্রিক দাবি স্বজনদের।
গর্জনিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) এস আই রাজস্ব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।
কচ্ছপিয়া ইউনিয়নের তিতর পাড়া ও বালুবাসা গ্রামসহ আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কক্সবাজারে ইয়াবা বিক্রিকে কেন্দ্র করে এক জনের মৃত্যু
শীর্ষ সংবাদ: