ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন 

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী।।

প্রকাশিত: ১১:৫২, ১ ডিসেম্বর ২০২৪

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন 

মানববন্ধন করছেন স্থানীয় নারী- পুরুষ

বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান মহাসিনের নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে  আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনতার ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়েকশ নারী ও পুরুষ  অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী পলাশ, একই ইপির প্যানেল চেয়ারম্যান সহিদুল ইসলাম, ইউপি সদস্য মোজাহেদুল ইসলাম প্রমূখ।

বক্তারা অভিলম্বে চেয়ারম্যান  মহাসিনের বিরুদ্ধে  যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। 

এ বিষয়ে চেয়ারম্যান  মহাসিন বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার  শিকার।  একটি মহল আমাকে এলাকা থেকে বিতারিত করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। তারাই এ মানববন্ধনের আয়োজন করেছেন।
 

জাফরান

×