কলম ও বক্স ফাইল বিতরন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বহুমূখী আদর্শ একাডেমীর পঞ্চম শ্রেনীর ১৫ জন পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা উপলক্ষ্যে কলম ও বক্স ফাইল বিতরন,দোয়া ও মুনাজাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার(৩০ নভেম্বর) সকালে উপজেলার চক্রতলা বহুমূখী আদর্শ একাডেমীর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মো: ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও মোহায়মিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো: ওমর ফারুক মোল্লা, আলোচনা রাখেন, লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি
মো: মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম'র সভাপতি মো: নূর আলম ভূঁইয়া (আলম), দাউদকান্দি আই হসপিটালের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন, কাদিয়ারভাঙ্গা বেগম রহিমা রোশন গার্লস মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান, দিশারী মডেল একাডেমীর পরিচালক মো: আলী আজম মোল্লা, অ্যাডভোকেট নূরুননবী আহম্মেদ, অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ রাফী প্রমূখ৷
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কৌতুক পরিবেশন করেন কৌতুক অভিনেতা নাসির উদ্দিন শিশু। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।
রিয়াদ