ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

আইনজীবী সাইফুল হত্যা: মামলা করলেন তার বাবা 

প্রকাশিত: ১১:২১, ৩০ নভেম্বর ২০২৪

আইনজীবী সাইফুল হত্যা: মামলা করলেন তার বাবা 

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ৩ দিন পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানায় নিহত সাইফুলের পিতা জামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা করেন।  

মামলার আসামিরা হলেন- কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও  রাজীব ভট্টাচার্য্য।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।’

এদিকে, আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।

এম হাসান

×