ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

মাছ চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১০:৪৮, ৩০ নভেম্বর ২০২৪

মাছ চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ 

দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

কলাপাড়ায় মাছ চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী উপকেন্দ্র খেপুপাড়া উদ্যোগে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- কোর্স পরিচালক ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কেন্দ্র প্রধান ড. মোহাম্মদ আশরাফুল হক। শনিবার সকাল থেকে মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণ প্রদান করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মতিউর রহমান,  অভিজিৎ বসু, বৈজ্ঞানিক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, রহমত উল্লাহ। প্রশিক্ষণে মাছের খামার/ পুকুর এর স্থান নির্বাচন।  মাটি ও পানির গুনাগুন, জীবিত মাছ পরিবহন, পুকুরে মজুদ, মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, আতুর পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগপ্রতিরোধসহ বিভিন্ন বিষয় ধারণা দেওয়া হয়। ২৫ জন মৎস্য চাষি এ প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদ বিতরণ করা হবে।  জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য সরবরাহে মাছের গুরুত্ব বিষয় বিস্তারিত আলোচনা করেন ড. মোহাম্মদ আশরাফুল হক। 

আর কে

×