জমিতে নয়; চারতলা ভবনের ছাদের ওপর প্রায় পাঁচ শতাধিক প্লাষ্টিকের বোতলে প্রথমবারের মতো আধুনিক পদ্ধতিতে সুগন্ধি কালিজিরা ধানের চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ডা. নাফিসা জাহান।
ইতোমধ্যে সুগন্ধি এ ধানের সুগন্ধ ছড়িয়ে পরেছে গোটা বরিশালজুড়ে।
নগরীতে অবস্থিত বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সাইন্সেস (ইনমাস) ক্যাম্পাসের ছাদে ধান চাষের খবর সর্বত্র ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন ওই ভবনের ছাদের ধান ক্ষেতে।
উদ্যোক্তাদের দাবি, এতো বড় পরিসরে ধান চাষ বিশেষ করে কালিজিরা জাতের ধানের চাষ বরিশাল তথা গোটা বাংলাদেশে প্রথম। সেইসাথে খরচ ও পরিশ্রম তেমন একটা হয়নি। শুধু মেধাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে।
ইনমাস বরিশালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. নাফিসা জাহান বলেন, এতো বড় পরিসরে ধান চাষের কথা দেশের অন্য কোথাও শুনিনি, দুই একটা শখ করে লাগাতে পারে, তবে এতোগুলো চাড়া বা ছাদের ওপর এতোবড় ধানক্ষেত করার সাহস কেউই করেননি।
তিনি আরও বলেন, এতো বড় উদ্যোগের পুরো কৃতিত্ব বাগান পরিচর্যাকারীদের। দুই ও পাঁচ লিটারের পানির এবং তেলের বোতল ব্যবহার করা হয়েছে ধানের চারা রোপনে।
প্রতিটি বোতলের কাটা অংশে তিন থেকে চারটা করে চারা বসানো হয়েছে।
বাগানের পরিচর্যাকারী আনোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানটিতে উন্নয়নমূলক কাজ চলমান থাকায় নিচে বাগানের কাজ পরিচালনা করা সম্ভব ছিলনা।
তাই মূল ভবনের ছাদে ধান চাষ করার কথা জানানো হয় কর্মকর্তাদের।
বিশেষ করে ইনমাস বরিশালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. নাফিসা জাহান শুরুতেই উৎসাহ প্রদান করায় বাৎসরিক নার্সারির খরচের মধ্যেই ধান চাষের এ উদ্যোগ গ্রহণ করা হয়।
আনোয়ার হোসেন আরও বলেন, চারতলা ভবনের পুরো ছাদজুড়ে প্রায় পাঁচ শতাধিক বোতলের ধান গাছে বাম্পার ফলন দেখে সবাই মহাখুশি।
ছাদে ধান চাষের বিষয়টি আমাদের সকলকে ভিন্নরকম আনন্দ দিয়েছে।
তিনি বলেন, আমি চেষ্টা করেছি নতুন কিছু করার। পরীক্ষামূলক উদ্যোগের প্রথমবছরেই সফল হয়েছি। ছাদের ওপর ধান চাষ করায় পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। পাশাপাশি ছাদের ওপর কোন প্রকার আগাছা না থাকায় দ্রæত সময়ের মধ্যেই ধানের চারা গাছগুলো বেড়ে উঠেছে।
ছাদের ওপরের পানির ট্যাংকি থেকেই প্রয়োজনীয় পানি ব্যবহার করা হয়েছে। বর্তমানে ছাদের ওপরে রোপিত এসব ধান পাকতে শুরু করেছে।
আবহাওয়া অনুকূলে থাকায় পরীক্ষামূলকভাবে এক কেজি ধান থেকে বীজ করে রোপনের মাধ্যমে প্রথম বছরে প্রায় ৫০ কেজি ধান পাবেন বলে আশা করছেন আনোয়ার হোসেন।
আগামী কয়েকদিনের মধ্যেই আধুনিক পদ্ধতিতে ছাদের ওপর রোপিত সুগন্ধি কালিজিরা পাকা ধান কাটা হবে।
নুসরাত