ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২১:৫৫, ২৯ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৫৬, ২৯ নভেম্বর ২০২৪

রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ম্যাজিস্ট্রেট ইশমাম। ছবি- জনকণ্ঠ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

২৯ নভেম্বর (শুক্রবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানে নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ম্যাজিস্ট্রেট ইশমাম এর নেতৃত্বে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর আলোকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের সেনেরহাট বাজার সংলগ্ন লঞ্চঘাট এলাকায় তেতুলিয়া নদীর তীরে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। 

এর আগে তেতুলিয়া নদীর নতুন চর দুর্গাপাশা ও চর দুর্গাপাশা থেকে বৃহস্পতিবার গভীর রাতে একটি পল্টনে করে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে দুটি জাহাজ ভরে সেনেরহাট সংলগ্ন লঞ্চ ঘাটে নঙ্গর  করে রাখা হয় ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। স্থানীয় লোকজন মাটি কাটার ভেকু মেশিন ও মাটি বোঝাই দুটি জাহাজ দেখে থানা পুলিশকে জানালে ঘটনা স্থানে পুলিশ এসে জাহাজ ও জাহাজের লোকজন আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়। 

এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী দুই জাহাজের মালিক কে ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দুর্গাপাশা ইউনিয়নের তেতুলিয়া নদীর বিভিন্ন চর থেকে স্থানীয় বাবুল মোল্লা, মোনসোর হাওলাদার, কবির মোল্লা, হারুন হাওলাদার, নিজাম খান, মিজানুর ফরাজী, নাসির সরদার সহ একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন থেকে গভীর রাতে মাটি কেটে বিক্রি করে আসছে। যে সব চর থেকে মাটি কাটা হচ্ছে অধিকাংশ চর ভূমিহীনদের বন্দোবস্ত দেয়া ও সরকারি সম্পত্তি। এইভাবে প্রভাবশালীরা সিন্ডিকেট করে অসহায় মানুষের জমির মাটি কেটে নিলে নিঃস্ব হবে অনেক পরিবার পাশাপাশি দুর্গপাশা ইউনিয়নে নতুন করে ভাঙলের দেখা দেবে। এছাড়াও নদীর সরকারি জমি কেটে নেয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার। অবৈধভাবে মাটিকাটা বন্দে প্রশাসনের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট ইশমাম বলেন, অবৈধভাবে মাটি কাটলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে মাটিকাটা বন্দে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত থাকবে। 

রাজু

×