কলাপাড়ায় রাখাইন পাঁচ পরিবারকে গৃহ নির্মাণ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ২৬ রাখাইন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও পাঁচ শিক্ষার্থী কে বাই সাইকেল প্রদান করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার নয়াপাড়া রাখাইন পল্লীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব উপকরণ বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাখাইন নেতা এমং তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল আদিবাসী ফোরাম সভাপতি মংচোথিন তালুকদার, কারিতাস কর্মকর্তা রাখাইন মংমিয়া।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, রাখাইন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এসব উপকরণ উপজেলা প্রশাসনে উদ্যোগে বিতরণ করা হয়েছে। এছাড়া রাখাইন জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণে নয়াপাড়ায় দুই টি রাখাইন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে রাখাইন জনগোষ্ঠীর স্বকীয়তা বজায় রাখা হবে। থাকবে তাঁতসহ তাদের ব্যবহারের বিভিন্ন উপকরণ। যা দেখে পর্যটকরা তাদের জীবন বৈচিত্র সম্পর্কে জানতে পারবেন। আকৃষ্ট হবেন কুয়াকাটা ভ্রমণ করতে।
রাজু