ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

ভূঞাপুরে সড়ক নির্মাণের বছর না যেতেই বেহাল দশা ভোগান্তিতে মানুষ

নিজস্ব সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২০:৩৯, ২৯ নভেম্বর ২০২৪

ভূঞাপুরে সড়ক নির্মাণের বছর না যেতেই বেহাল দশা ভোগান্তিতে মানুষ

টাঙ্গাইলের ভূঞাপুরের চরকয়েড়া হতে আকালু পর্যন্ত রাস্তাটি নির্মাণ শেষের বছর না যেতেই চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে স্থানে স্থানে ধস নেমে খানাখন্দে পরিনত হয়েছে চলাচল করতে পারছে না যানবাহন ফলে আশ পাশের কয়েক গ্রামের মানুষ দুভোগ পোহাচ্ছে

 

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চর কয়েড়া মোড় থেকে আকালু ব্রিজপাড় পর্যন্ত রাস্তাটি গত ২০২২-২৩ অর্থ বছরের ইউনি ব্লক দিয়ে নির্মাণ করা হয় ৫৬ লাখ ৬৮ হাজার ৮০২ টাকা ব্যয়ে সড়কের কাজ করেন মেসার্স খাদিজা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান

স্থানীয় অটোবাইক চালক সোবাহান মিয়া বলেন, আগে পিচের রাস্তা ভালো ছিল একটু একটু ভাঙা থাকলেও চলাচল করা যেত এখন ব্লক দিয়ে রাস্তা করছে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে ব্লক এলোমেলো হয়ে গেছে যার ফলে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে পারি না কর্তৃপক্ষের কাছে দাবি, যেন দ্রুত রাস্তাটি ফের মেরামত করে দেওয়া হয়

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, আগের পিচঢালা রাস্তাই ভালো ছিল ভাঙা থাকলেও ভ্যান আটো বাইক দিয়ে মালামাল আনা নেয়া করা যেত কিন্তু ব্লক দিয়া রাস্তা করায় ৬মাসে রাস্তা শেষ হয়ে গেছে এখন কোন যানবাহন চলাচল করতে পারছে না যার ফলে মালপত্র বহন করা দুরুহ হয়ে পরেছে

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাদিজা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বেলাল হোসেন বলেন, সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে তাছাড়া প্যালাসাইডিং ধরা ছিল না, সেটি অতিরিক্ত করে দিয়েছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধস দেখা দিয়েছে

বিষয়ে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কাজটি সম্পন্ন করায় বিল পরিশোধ করা হয়েছে পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে

×