ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

পিতার অনুপস্থিতিতে সপ্তম শ্রেণির ছাত্রকে অস্ত্রসহ চালান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৯:৪৭, ২৯ নভেম্বর ২০২৪

পিতার অনুপস্থিতিতে সপ্তম শ্রেণির ছাত্রকে অস্ত্রসহ চালান

শিশু ছাত্র রাফি

টেকনাফে পিতাকে না পেয়ে সপ্তম শ্রেণিতে বড়ুয়া ছেলেকে অস্ত্রসহ চালান। টেকনাফে আওয়ামী লীগ নেতা পিতাকে না পেয়ে স্কুল পড়ুয়া ছেলেকে অস্ত্রসহ চালান করেছে পুলিশ।

জানা যায়, ছোট শিশু ছেলে রাফি ৭ম শ্রেণির ছাত্র। বাবা হ্নীলা ইউপি'র সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল মেম্বার। শিশুটির বাবা আওয়ামীলীগ রাজনীতিতে জড়িত। স্থানীয়রা বলেন, বাবা'র অপরাধ থাকতে পারে, প্রচলিত আইনে দোষী হতে পারে। কিন্তু বাবা রেজাউল মেম্বারকে বাড়িতে না পেয়ে তার ছেলে রাফি'কে ধরে নিয়ে যায় পুলিশ। অতপর বৃহস্পতিবার অস্ত্র দিয়ে জেলহাজতে প্রেরণ করে।

রাজনীতি, দেশ বা রাষ্ট্র কী বুঝে ওঠার আগেই অবুঝ রাফি অস্ত্র মামলা কাঁধে নিয়ে চার দেয়ালের ভেতরে দিন কাটাচ্ছে। এমন ঘৃণ্য ও প্রতিহিংসার রাজনীতি কারোর জন্য শুভনীয় নয় বলে দাবী করে ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী নিরপরাধ রাফির নি:শর্ত মুক্তি দাবি করেছেন।

সূত্র জানায়, বুধবার গভীর রাতে টেকনাফ থানা পুলিশ হ্নীলা ৫ নং ওয়ার্ডে কয়েকটি বাড়ীতে অভিযান চালায়। তন্মধ্যে সৌদি প্রবাসি নুরুল আমিনের বাড়িতে একটি রিভলবার পায়। এই অস্ত্রটি আওয়ামী লীগ নেতা রেজাউল মেম্বারের বলে পুলিশের দাবী। এ কারণে তার চাচাতো ভাই আলী মোহাম্মদ ফোরকান ও রেজাউলের স্কুল পড়ুয়া শিশু রাফিকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার আলী মোহাম্মদ ফোরকানকে সন্দেহ জনক দন্ডবিধি মতে আদালতে সোপর্দ করলেও রেজাউলের স্কুল পড়ুয়া শিশু রাফিকে অন্যের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র দিয়ে চালান করে আদালতে। একই মামলায় তার পিতা রেজাউল মেম্বারকে ২ নং আসামি করা হয়েছে। এ ঘটনায় টেকনাফে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। স্থানীয়রা নি:শর্তে শিশু শিক্ষার্থী রাফির মুক্তি দাবী করেছেন।

রাজু

×