ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

ববি’র উপাচার্যের নাম ঢেকে স্মরণসভা ॥ কক্ষে তালা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৯:৩২, ২৯ নভেম্বর ২০২৪

ববি’র উপাচার্যের নাম ঢেকে স্মরণসভা ॥ কক্ষে তালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের নাম কালো কসটেপ দিয়ে ঢেকে দেওয়া ব্যানার নিয়েই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একইসাথে ব্যানার অনুযায়ী অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে ববি’র উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের উপস্থিত থাকার কথা থাকলেও তারস্থলে প্রধান অতিথি করা হয়েছে ববি’র উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানীকে। শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ববি’র জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ।
এর আগে আল্টিমেটাম দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ববি’র উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের কার্যালয়ের তালা দিয়ে সিলগালা করার পাশাপাশি শিক্ষার্থীরা তার কক্ষের সামনের নামফলক খুলে ফেলেছেন। এর পরপরই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে শিক্ষার্থীরা উপাচার্যের নাম কালো কসটেপ দিয়ে ঢেকে দেয়।  
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী দোসরদের পুনর্বাসন করার অভিযোগে গত ২৭ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

×