ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ইসকন নিষিদ্ধের দাবীতে বান্দরবানে মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৯:২৪, ২৯ নভেম্বর ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবীতে বান্দরবানে মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবানে আইনজীবী হত্যা, মসজিদ ভাংচুর এবং জঙ্গী ইসকন সংগঠন নিষিদ্ধের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মুসল্লীরা। শুক্রবার জুমার নামাজের পর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার জামে মসজিদ'সহ পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় প্রেসক্লাবের সামনে।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বাজারজামে মসজিদের খতিব এহসানুল হক, বনরুপা জামে মসজিদের খতিব মাওলানা আওয়াল প্রমুখ। সমাবেশ সম্মিলিত ভাবে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাব চত্বরে দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে মাওলানা আলাউদ্দিন ইমামী বলেন, আদালত প্রাঙ্গনে মুসলিম আইনজীবী সাইফুলকে হত্যার বিচার করতে হবে। হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ইসকন জঙ্গীদের নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্টদের উত্তরসূরি জঙ্গী ইসকনরা যাতে কোনো ব্যানারে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

 

×