চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে সিরাজুল ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অভিযানে গ্রেফতার ওই যুবলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন আইনে ৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তার সিরাজুল বৈলছডি ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে কালীপুর ইউনিয়নের গুণাগরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রামদাশহাট তদন্তকেন্দ্র পুলিশ। গ্রেপ্তার সিরাজুল ইসলাম বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হজুত্যাপাড়ার ওয়াজেদ আলীর ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন, জিআর মামলাসহ ৫টি মামলা রয়েছে। তাকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।