ছাত্র-জনতার ব্যানারে ইসকন নিষিদ্ধের দাবিতে কালাইয়া বন্দরে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি: জনকন্ঠ
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি কালাইয়া বানিজ্য বন্দরের ডাক বাংলোর সামনে থেকে সদর রোড, মার্চেন্টপট্টি, হাইস্কুল সড়ক হয়ে পূনরায় একই স্থানে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বাউফল সরকারী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান খান, একই কলেজের স্নাতক শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম, আব্দুর রহমান, সজীব, বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী মো. নোমান প্রমুখ বক্তৃতা দেন।
বক্তারা দেশদ্রোহী,সাম্প্রদায়ীক, হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ও চট্টগ্রামে একটি মসজিদে হামলা চালিয়ে ভাংচুর, এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে নৃশংস হত্যাকান্ডের জন্য দায়ী করে ইসকনকে নিষিদ্ধ ও এ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তাবিব