রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিল্লাল গাজী নামে এক হাউজিং কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় অন্যতম আসামি ও ‘কব্জি কাটা গ্রুপের’র অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) মোহাম্মদপুরের দুর্ধর্ষ এই গ্যাংটির সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।
মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলার বরাত দিয়ে এএসপি শিহাব করিম জানান, নিহত বিল্লাল গাজী (২৮) সাভার থানার একটি হাউজিং কোম্পানির মাঠ পর্যায়ের কর্মী। গত ১ অক্টোবর রাতে তিনি অফিসের লোকজনের সঙ্গে প্রকল্প এলাকা থেকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০-২৫ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিল্লাল গাজীকে গুরুতর আহত করে।
জাফরান