বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিব বেপারী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের রাকিব বেপারীর (২১) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সাড়ে চার মাস পর গণঅভ্যুত্থানে শহীদ রাকিব বেপারীর মরদেহ পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করে পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বায়েজিদ উর রহমান বলেন, গার্মেন্টস কর্মী রাকিব বেপারী জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কবর থেকে তার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হবে।
মরদেহ উদ্ধারের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন, বানারীপাড়া থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য, চার মাস আগে রাকিব বেপারীর (২১) সাথে বিয়ে হয় বরগুনার আমতলী এলাকার জান্নাত খানমের (১৮)। নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মী স্বামী রাকিবের পরিবারের সাথে ভাড়া বাসায় সুখের ঘর বেঁধেছিলেন মা ও বাবা হারা জান্নাত।
গত ২১ জুলাই সকালে জান্নাতের স্বামী রাকিব ফতুল্লার পোস্ট অফিস এলাকায় বাজার করতে বেরিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষের মধ্যে পরে গুলিবিদ্ধ হন।
ওইদিন দুপুরে ফতুল্লার খানপুর হাসপাতালে গিয়ে ছেলে রাকিবের লাশ শনাক্ত করেন তার বাবা মোশারফ হোসেন।
শহিদ