আগৈলঝাড়ার মানচিত্র
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা বকতিয়ার সিকদারের বিরুদ্ধে তার বসত ঘরে হামলা চালানোর মিথ্যে অপপ্রচার ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে বকতিয়ার সিকদারের ছেলে রাজিব সিকদার মাদকের রমরাম ব্যবসা করে আসছে। ওইসময় সে (রাজিব) ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তারও হয়েছিলো।
সোমবার সন্ধ্যায় রাজিব সিকদার মাদকের বড় চালান আনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ওই এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিল করেন।
বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য রাজিব তার বাবা মুক্তিযোদ্ধা বকতিয়ার সিকদারকে দিয়ে তার বসত ঘরে হামলার অভিযোগ এনে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দিয়েছে।
জহিরুল ইসলাম জনি আরও জানান, প্রকৃতপক্ষে ওইদিন বকতিয়ার সিকদারের বাড়িতে কেউ প্রবেশই করেননি। তাহলে হামলার ঘটনা ঘটলো কিভাবে।
স্থানীয় একাধিক গণমাধ্যম কর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে তারা সরেজমিন পরিদর্শন করে হামলার কোন চিহ্ন খুঁজে পাননি। শান্ত পরিবেশ অশান্ত করতেই বকতিয়ার সিকদার অপপ্রচার ছড়িয়েছেন বলেও সরেজমিন পরিদর্শন করা গণমাধ্যম কর্মীরা উল্লেখ করেন।
তবে এ ব্যাপারে জানতে অভিযুক্ত মুক্তিযোদ্ধা বকতিয়ার সিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
শহিদ