ফের দুর্ঘটনার শিকার হয়েছে হাসনাত আবদুল্লাহর প্রাইভেটকারটি
রাজধানীর যাত্রাবাড়ীতে ফের দুর্ঘটনার শিকার হয়েছে হাসনাত আবদুল্লাহর প্রাইভেটকারটি। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী-গুলিস্তান উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় তার বহনকারী গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহ অক্ষত রয়েছেন।
এর আগে রাজধানীর মাতুয়াইল ও গুলিস্তানে দুইবার দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়ি। মাতুয়াইলে একটি ট্রাক তার গাড়িতে আঘাত করে পালিয়ে যায়।
পুলিশের ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে ‘নিয়ন্ত্রণ হারানো’ আরেকটি গাড়ি ‘ধাক্কা’ দিয়েছে। তবে এ ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে দেখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তান বাজার এলাকায় একটি বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি পেছেন থেকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ধাক্কা দেয়। এতে হাসনাত আব্দুল্লার প্রাইভেট কারের পেছনের দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী ব্রিজের দিকে একটি ট্রাক আবারও হাসনাত আবদুল্লাহকে বহন করা গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা। ওই পোস্টে একটি ছবিও দিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। এতে দেখা যায়, একটি প্রাইভেটকারকে সাদা রঙের একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়েছে। তিনি জানান, হাসনাত আব্দুল্লাহ সেসময় ওই গাড়িতে ছিলেন। গাড়ির ক্ষতি হলেও তারা সুস্থ আছেন।
আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ফেসবুক পোস্টে বলেন, চট্টগ্রাম থেকে গতকাল (বুধবার) রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম।
পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে হাসনাতের গাড়িকে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে!’ ঘটনাটি ‘হত্যাচেষ্টা’ ছিল ইঙ্গিত করে তিনি বলেছেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন, তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি। ‘ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি।
সমন্বয়ক নুসরাত তাবাসসুম লিখেছেন, যাত্রাবাড়ীতে হাসনাতের গাড়িকে আবারও পেছন থেকে ধাক্কা। জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের কাছে প্রটেকশন চাই।
এর আগে বুধবার চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সারজিস-হাসনাতদের বহরের একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসনাত ও সারজিস ওই গাড়িতে ছিলেন না। তারা নিরাপদে আছেন। তাদের বহরের একটি গাড়িকে কক্সবাজারগামী ট্রাকচাপা দেয়। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।
এদিকে দুই সমন্বয়কের গাড়িবহরে ‘ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার’ অভিযোগ তুলে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাত ১১টার দিকে দুই সংগঠন আলাদাভাবে মিছিল বের করে। পরে দুই সংগঠনের মিছিল টিএসসিতে এক হয়ে যায়। সেখান থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।