ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

জেলা প্রশাসনের উদ্যোগে জেলার তিন কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা প্রদান 

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২২:৪৬, ২৮ নভেম্বর ২০২৪

জেলা প্রশাসনের উদ্যোগে জেলার তিন কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা প্রদান 

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সাবেক ও বর্তমান তিন কৃতি ফুটবলারকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার সাফ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গর্বিত সদস্য শাহেদা আক্তার রিপা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল (অনূর্ধ্ব ১৭) কৃতি খেলোয়াড় সালাহ উদ্দিন সাহেদকে সংবর্ধনা প্রদান করা হয়। 
এ সময় জাতীয় দলের সাবেক গোল রক্ষক ও পরপর চারবার নির্বাচিত বাফুফের সদস্য কৃতি ফুটবলার বিজন বড়ুয়াকেও সম্বর্ধনা প্রদান করা হয়। 

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত এতে প্রথমে সম্বর্ধিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। 

পরে উত্তরীয়, ক্রেস্ট এবং রিপা ওসাহেদকে এক লক্ষ টাকা করে দু লক্ষ টাকার সম্মানীর চেক প্রদান করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃতি এই খেলোয়াড়রা একদিন বিদেশের মাটিতেও খেলে দেশের সুনাম বয়ে আনবে। এজন্য তাদের যথাযথ অনুশীলন চালিয়ে যাওয়ারও আহবান জানান তিনি।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন, জেলা ক্রীড়া কর্মকর্কর্তা মাঈনুদ্দীন মিল্কী, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। 

রাজু

×