ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

পর্যটক সংকটে সেন্ট মার্টিন যাচ্ছে না জাহাজ

প্রকাশিত: ২২:৩৯, ২৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:৩৯, ২৮ নভেম্বর ২০২৪

পর্যটক সংকটে সেন্ট মার্টিন যাচ্ছে না জাহাজ

ছবি: সংগৃহীত।

কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যটকবাহী কেয়ারি সিন্দবাদ জাহাজ চলাচল শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী জাহাজটি যাত্রা করেনি। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পাওয়ার কারণে যাত্রা বাতিল করা হয়েছে। তবে তারা জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে জাহাজটি নিয়মিতভাবে সেন্ট মার্টিনের উদ্দেশে চলাচল করবে।

কেয়ারি সিন্দবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসনের কাছ থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে চলাচলের অনুমোদন পাওয়া গেছে। তবে পর্যটকদের অভাবের কারণে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে যাত্রা শুরু করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, কেয়ারি সিন্দবাদ জাহাজের যাত্রী ধারণক্ষমতা ৩৫০ জন, কিন্তু ২৭ নভেম্বর রাত পর্যন্ত সেন্ট মার্টিন যাওয়ার জন্য টিকিট বুকিং ছিল মাত্র কয়েকটি। এজন্য জাহাজটি ছাড়েনি। তবে ১ ডিসেম্বর থেকে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হবে।

এদিকে, কেয়ারি সিন্দবাদ জাহাজটি ২০০৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন করত। তবে এবার থেকে এটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে নতুন নৌরুটে সেন্ট মার্টিন যাবে।

এছাড়া, ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণের জন্য এবং সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার স্থান নির্ধারণে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে আহ্বায়ক হিসেবে কক্সবাজার সদর ও টেকনাফের ইউএনওদের নিয়োগ দেওয়া হয়।

গত বুধবার, সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ বিষয়ক কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন চৌধুরী জানান, সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ এবং জাহাজ ছাড়ার স্থান নির্ধারণ সংক্রান্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে, পরিবেশসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রতিদিন সর্বাধিক দুই হাজার পর্যটক যেতে পারবেন।

কমিটির প্রথম বৈঠকে, পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, জাহাজ মালিকদের সংগঠন "স্কোয়াব" এই সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছে।

নুসরাত

×