ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

টেস্ট পরীক্ষায় ৮ বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ২২:২০, ২৮ নভেম্বর ২০২৪

টেস্ট পরীক্ষায় ৮ বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত।

বরগুনার পাথরঘাটায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কুলসুম আক্তার মিতু (১৬)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাতেমপুর এলাকার নিজ বাড়ি থেকে মিতুর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে স্বজনরা এবং স্থানীয়রা মরদেহটি দেখে পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মিতু তার পরিবারের সঙ্গে সকালের নাশতা করে। এরপর ঘরে ছিল। প্রায় দুই ঘণ্টা পর, সকাল ১০টার দিকে মিতুকে তার মা মরিয়ম ঘরের দোতলায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে মিতুর মরদেহ নিচে নামান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা বলেন, "মিতুর সঙ্গে কী ঘটেছে তা আমরা জানি না, তবে গত বুধবার বিদ্যালয়ে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ৭৭ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করে, এর মধ্যে ৬১ জন উত্তীর্ণ হয়েছে। মিতু ওই ১৬ জনের মধ্যে একজন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ১০টি বিষয়ের মধ্যে মিতু ৮টি বিষয়ে অকৃতকার্য হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা ওই শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা আগামী রোববার স্কুলে আসার কথা ছিল, সেখানে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটল।"

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, "প্রাথমিক সুরতহাল রিপোর্টে মিতুর গলায় কোনো দাগ ছাড়া শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, মিতুর মৃত্যুর খবর পেয়ে এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। এখন পর্যন্ত, মিতুর মৃত্যুর কারণ নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

নুসরাত

×