ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ৬ 

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:২০, ২৮ নভেম্বর ২০২৪

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ৬ 

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি

টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। এর আগে বুধবার ভোরে রংপুরের কোতোয়ালি উপজেলার কেল্লাবন্ধ এলাকার হলি ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাতদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ রংপুরের পীরগঞ্জ উপজেলার গন্ধবপুর গ্রামের আবু বক্করের ছেলে মেহেদী হাসান (২৫), দ্রোড়াকান্দর গ্রামের দীপক চন্দ্র রায়ের ছেলে হিমান্ত চন্দ্র রায় আপন (১৯), বড় আমবাড়ি গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে তুহিন মিয়া (১৯), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার শ্রীহরিপুর গ্রামের ছবুর উদ্দিনের ছেলে এসএম আয়াত (১৯), টাঙ্গাইলের সদর উপজেলার বাগবাড়ী গ্রামের জাফর আলীর ছেলে জিহাদ আলী (১৯) ও টাঙ্গাইলের সদর কাকুয়া কালিকৈটাল গ্রামের জুব্বর সিকদারের ছেলে আব্দুল্লাহ্ (১৯)।

×