ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,হালুয়াঘাট,ময়মনসিংহ

প্রকাশিত: ২১:১৮, ২৮ নভেম্বর ২০২৪

আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন।

হালুয়াঘাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট খাদ্য গুদামে প্রধান অতিথি থেকে  ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর ইসলাম শফিক,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল আহসান,উপজেলা খাদ্য কর্মকর্তা মো.হাসান আলী মিয়া,কৃষি সম্প্রসারণ অফিসার   তৌহিদুর রহমান মিলন,হালুয়াঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত প্রমুখ। 

হালুয়াঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত জানায়, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১৫১৮মেট্রিক টন ধান, ৪৭ টাকা কেজি দরে ১৪১৬ মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীন এই ধান ও চাল সংগ্রহ চলবে।

রিয়াদ

×