ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

সিএমএসএমই অংশীজনদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:১৬, ২৮ নভেম্বর ২০২৪

সিএমএসএমই অংশীজনদের সঙ্গে মতবিনিময়

সিএমএসএমই অংশীজনদের সঙ্গে মতবিনিময়

রাজশাহীতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (সিএমএসএমই) অর্থায়ন সংক্রান্ত বিদ্যমান নীতিমালা পর্যালোচনা ও নতুন নীতিমালা প্রণয়নে অংশীজনদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার রাজশাহীর একটি রেস্টুরেন্টের হলরুমে  বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় ও রাজশাহী অফিসের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই সভা আয়োজন করে।
সভায় অংশীজনদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের আওতাধীন ৭ জেলার ৪০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, আওতাধীন জেলাসমূহের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, উইমেন এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি এবং স্থানীয় বিসিকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের পরিচালক (প্রশাসন) মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। 
সভায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও আবলু কালাম আজাদ এবং যুগ্ম পরিচালক শাহানাজ পারভীন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

×