ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশে ‘রাজনৈতিক অস্থিরতায়’ তৈরি হচ্ছে উদ্বেগ: এপিপিজি

প্রকাশিত: ২১:১৬, ২৮ নভেম্বর ২০২৪

বাংলাদেশে ‘রাজনৈতিক অস্থিরতায়’ তৈরি হচ্ছে উদ্বেগ: এপিপিজি

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনের একাংশের ছবি

যুক্তরাজ্যের সংসদে দ্য হাউজ অব কমন্সের একটি বহুদলীয় গ্রুপ, অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর দ্য কমনওয়েলথ, বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, সোমবার (২৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এপিপিজি বাংলাদেশে চলমান সহিংসতা ও অস্থিরতার ব্যাপারে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের পতন অনেকের কাছে আশার আলোকবর্তিকা হলেও, এর পর বাংলাদেশে ২ হাজারেরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিচার ব্যবস্থাকে প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এপিপিজি আরও উল্লেখ করেছে, তারা এমন কিছু প্রমাণ পেয়েছে যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। আইনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে এবং মানবাধিকার ও আইনের শাসনকে সুরক্ষিত রাখতে হবে। যদি তা না করা হয়, তাহলে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বের মধ্যে।

এপিপিজির চেয়ারম্যান এবং কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রসিনডেল বলেছেন, ‘‘এ প্রতিবেদনটি কমনওয়েলথের গুরুত্বপূর্ণ মিত্রদেশগুলোর প্রতি প্রভাব ফেলতে পারে এমন বিষয়গুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি সরকারের পাশাপাশি বাংলাদেশ ও কমনওয়েলথের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দাতব্য সংস্থা ও অংশীজনদের কাছে তুলে ধরা হবে।’’ তিনি আশা প্রকাশ করেছেন যে, প্রতিবেদনটি ওয়েস্টমিনস্টার ও হোয়াইটহলে গুরুত্ব সহকারে শোনা হবে এবং এটি আইনপ্রণেতা ও নীতিনির্ধারকদের সচেতন করতে সাহায্য করবে।

প্রতিবেদনটি আগস্টের শেষে বাংলাদেশে ১ হাজার মানুষের প্রাণহানির বিষয়টি উল্লেখ করে বলে, ‘‘ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভের পর শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের গঠন তিন মাস পার হলেও বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরাপত্তা পরিস্থিতি এখনও খুবই বিপজ্জনক।’’

বিগত কয়েক মাসে বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ আইনপ্রণেতারা। তারা আরও বলেছেন, ‘‘কট্টর ইসলামপন্থীদের রাজনৈতিকভাবে ক্রমশ প্রভাবশালী এবং দৃশ্যমান হওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক।’’

নুসরাত

×