ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

ছাদে স্টিলের পরিবর্তে বাঁশ ব্যবহার করলেন যুবলীগ নেতা!

প্রকাশিত: ২০:৪৯, ২৮ নভেম্বর ২০২৪

ছাদে স্টিলের পরিবর্তে বাঁশ ব্যবহার করলেন যুবলীগ নেতা!

সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় যুবলীগ নেতা ও ঠিকাদার মীর সেরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি হাট-বাজার ভবনের ছাদ ঢালাইয়ে স্টিলের পরিবর্তে বাঁশের খুঁটি ব্যবহার করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দুটি নোটিশ দেওয়ার পরও ঠিকাদার কোনো নিয়ম মানেননি, যার কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ অভিযোগের ব্যাপারে, সেরাজুল ইসলাম, যিনি বেলকুচি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন, বলেন যে, বাঁশ ব্যবহার করার বিষয়ে কোনো সমস্যা নেই এবং তার কাজ মানসিকভাবে ঠিক আছে। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন, নিম্নমানের কাজের ফলে ভবনের স্থায়ীত্ব কমে যেতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হতে পারে।

ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও, তিনি বিষয়টি উপেক্ষা করেছেন এবং নির্মাণ কাজ চলিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে প্রকৌশলীরা বলছেন, বাঁশ ও কাঠের সাটারিং ব্যবহারের কারণে ভবনের স্থায়ীত্ব কমে যেতে পারে এবং এ কারণে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

নাহিদা

×