যশোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রগুলিসহ সেলিম রেজা (৩৮) নামে নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। আজ বুধবার ভোররাতে জেলার চৌগাছার ভাদড়া গ্রাম থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানিক একটি দল তাকে গ্রেফতার করে। এ সময়ে তার হেফাজতে থেকে একটি দেশীয় পিস্তল, তাজাঁ বুলেট দুই রাউন্ড, একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধ্বার করা হয়। সেলিম ভাদড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, সেলিমের নামে চাঁদাবাজি, পুলিশের গাড়িতে হামলাসহ তিনটি মামলা রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পায়েল হোসেন বলেন, আটককৃত সেলিম চৌগাছাতে চাঁদাবাজ সন্ত্রাসী হিসাবে পরিচিত। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সেলিম রেজার হেফাজতে একটি দেশীয় পিস্তল, তাজাঁ বুলেট দুই রাউন্ড, একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র রয়েছে। যা এলাকায় আতংক সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ভোররাতে যশোর সদরের পুলেরহাটস্থ সেনাবাহিনীর ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার হেফাজতে থাকা অস্ত্রসহ তাকে আটক করা হয়। চাঁদাবাজি, পুলিশের গাড়িতে হামলাসহ তিনটি মামলা রয়েছে। আজ বিকালে তার বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তন্তর করা হলে বিচারক কারাগারে প্রেরণ করে।
এদিকে পুলিশ জানিয়েছে, সেলিম রেজার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময়ে চাঁদা আদায়, পুকুর দখল, মোটর সাইকেল ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
রাজু