ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের কর্মসূচি পালন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:২২, ২৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:২৩, ২৮ নভেম্বর ২০২৪

বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের কর্মসূচি পালন

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 
এর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি এবং শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত।

আজ বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।

বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ, মো. মাসুম বিল্লাহ। প্রদর্শক আসাদুজ্জামান খান স্ব-রচিত একটি কবিতা আবৃত্তি করে শোনান।

কলেজের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ শহীদুল ইসলাম।

রাজু

×