ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

আলোচিত সেই মোটরসাইকেল চোর গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৭:১১, ২৮ নভেম্বর ২০২৪

আলোচিত সেই মোটরসাইকেল চোর গ্রেপ্তার

বান্দরবানে শহরে চাঞ্চল্যকর মোটরসাইকেল চুররি ঘটনায় জড়িত চোরকে চন্দনাইশের ধোপাছড়ির রিজার্ভ এলাকার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সাকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ এক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার। 

গ্রেফতারকৃতর নাম চিংসামং ওরফে রাহুল তঞ্চগ্যা (৩৫) সে বান্দরবান রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের গুইখৈং এলাকার সাথিমং মারমার পুত্র। তার বিরুদ্ধে এর আগেও তিনটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২০ নভেম্বর বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া থেকে গভীর রাতে বাসার গেইটের তালা ভেঙে দুটি মোটরসাইকেল চুরির করে নিয়ে যায় একটি চোর চক্র। পরে এঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল আলম সাঈদ সদর  থানায় মামলা দায়ের কলে প্রযুক্তির সাহায্যে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেল উদ্ধার’সহ চুরির সঙ্গে জড়িত আসামিকে  দ্রæত সময়ের মধ্যে চন্দনাইশের ধোপাছড়ির রিজার্ভ এলাকার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

পুলিশ সুপার আরও জানান, বেশ কিছুদিন ধরে গ্রেপ্তারকৃত চোর জেলা শহরের বিভিন্ন এলাকায় দিনের বেলায় ঘুরাঘুরি করে বিভিন্ন বাসা বাড়িতে টার্গেট করে সুযোগ বুঝে রাতের বেলায় মোটরসাইকে চুরি করতেন। এ চক্রটি মোটরসাইকেল চুরি করার পর দেওয়ালে মোবাইল নাম্বর লিখে রেখে চলে যায়। 

পরে ভুক্তভোগীরা ওই নম্বরে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। চোরের কথামত চুক্তি অনুযায়ী টাকা পাঠালে নির্দিষ্ট পুকুর বা জঙ্গলে মোটরসাইকেল গুলো পাওয়া যায়। 

গত কয়েক মাসে ধরে অভিনব কায়দায় বান্দরবান জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত ২০টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত আন্যান্য চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

এসআর

×