ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

শত্রুতার বিষে মরে ভেসে উঠল কোটি টাকার মাছ!

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা 

প্রকাশিত: ১৬:২৩, ২৮ নভেম্বর ২০২৪

শত্রুতার বিষে মরে ভেসে উঠল কোটি টাকার মাছ!

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কনুড়া চারিয়া গ্রামে বিষ প্রয়োগ করে দুটি পুকুরের কোটি টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।  বধুবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে পুকুরের মাছগুলো মরে ভেসে ওঠে। 

জানা গেছে, রায়হান নামের এক মৎস্যচাষী প্রায় ৯ মাস আগে স্থানীয় ফাতিমাতুয যাহরা (রাঃ) মহিলা মাদ্রাসার দুটি পুকুর (পাঁচ একর) ছয় লাখ টাকায় ইজারা নিয়ে পাবদা মাছ চাষ করেন। মাছ চাষ প্রকল্পে তার প্রায় ৫০-৬০ লাখ টাকা খরচ হয়।  এ জন্য ৪০ লাখ টাকার মতো ঋণ করেন তিনি। ১০-১২টি মাছে যখন এক কেজি হবে- তখন মাছগুলো বিক্রির চিন্তা করছিলেন এই চাষি।  

কিন্তু বৃহস্পতিবার ভোরে পুকুরে গিয়ে দেখেন, দুই পুকুরেই মাছ মরে ভেসে উঠছে।  তখন তিনি ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এসে মাছ মরে যাওয়ার দৃশ্যটি দেখেন।  রায়হান অভিযোগ করেন, শত্রুতাবশত কেউ বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করেছে।  বিষ প্রয়োগের আলামতও রয়েছে।  

মাদ্রাসার শিক্ষক মইন উদ্দিন ও সাবেক ইউপি সদস্য সজল ইসলাম বলেন, ‘রায়হান অনেক টাকা খরচ ও খাটাখাটুনি করে পুকুর দুটিতে মাছ চাষ করেছিলেন। কিন্তু এখন লাভ তো দূরের কথা, পুঁজি হারিয়ে নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।’ 

এ ব্যাপারে জানতে চাইলে সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পুকুরের পানি এবং মাছসহ কিছু আলামত জব্দ করেছে। বিশেষজ্ঞ মতামতের জন্য এসব আলামত মৎস্য অধিদপ্তরে পাঠানো হবে। তাদের মতামত ও রায়হানের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। 

এসআর

×