ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

ক্লাশ চলাকালে নয় ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ , আজ আরো ১

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া,পটুয়াখালী,

প্রকাশিত: ১৬:১৫, ২৮ নভেম্বর ২০২৪

ক্লাশ চলাকালে নয় ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ , আজ আরো ১

কলাপাড়া পৌরশহরের রহমতপুরের জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে ক্লাশ চলাকালে বুধবার রাতে একই সঙ্গে নয় ছাত্রী শ্বাসকষ্টের  সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আট জন গভীর রাতেই অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছে। তবে ফারজানা নামের এক ছাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে আজ বৃহস্পতিবার দুপুরে স্বর্ণা নামের এক ছাত্রী পরীক্ষা শেষে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে সহপাঠিরা হাসপাতালে নিয়ে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বর্ণা খেপুপাড়ারা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এরা সবাই শ্বাসকষ্ট  জনিত সমস্যায় আক্রান্ত রয়েছে। অসুস্থ হওয়া নয় জন নবম ও দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক বিকাশ রায় বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফাংশনাল ডিজঅর্ডার সমস্যার কারণে এমনটা হতে পারে। তবে যথাসাধ্য চিকিৎসা দেওয়ার পরে রাতেই আট জনে সুস্থ হয়ে গেছে। অভিভাবক শফিকুল আলম বাবুল জানান, আমরা মূলত ভয় পেয়েছিলাম।
কোচিং সেন্টারের শিক্ষক মো. রিপন জানান, প্রথমে একজন ছাত্রী শ্বাসকষ্টজনিত  সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে নেবুলাইজার করা হয়। ওই ছাত্রীর সমস্যা দেখে আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপরে দ্রুত সকলকে হাসপাতালে নেয়া হয়। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত নয়টা ক্লাশ চলাকালে এমন ঘটনায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ওই শিক্ষক জানান, এক বছর আগে পাঁচজন শিক্ষক মিলে এই কোচিং সেন্টারটি চালু করেন। ৩০-৩৫ জন শিক্ষার্থী সেখানে নিয়মিত কোচিং করছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, তিনি খবর শোনার পরেই অসুস্থ ছাত্রীদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রেখেছেন। এছাড়া কোচিং সেন্টারটির বিষয়ে খোঁজ-খবর নিবেন বলেছেন।

জাফরান

×