ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৪:৫০, ২৮ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

 জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আহত নেহাল সেদিনের সেই বিভীষিকাময় দিনের কথা ব্যাক্ত করে বলেন, যখন আন্দোলন চলমান, তখন বাসা থেকে আমাকে বের হতে দিতোনা। আমি লুকিয়ে লুকিয়ে আন্দোলনে গিয়েছি।

৪ আগষ্টের  যখন আমি গুলিবিদ্ধ হই তখন ভেবেছিলাম আন্দোলন এখানেই শেষ, হয়তো আমি আর দেশের নতুন স্বাধীনতা দেখতে পাবোনা, কিন্তু আমি সৌভাগ্যবান, স্বাধীনতার স্বাদ এখন উপভোগ করতে পারছি। এভাবেই বর্ণনা করেন সে দিনের বিভিীষিকাময় দিনের কথা। 


 আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহীদের জন্য তেমন কিছু করতে পারিনি। আমাদের সীমিত যেটুকু ছিলো তাই করার চেষ্টা করেছি। তবে আমরা 
এ সময় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার ফারুক হোসেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম প্রমুখ। আহতদের ও নিহতের পরিবারকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করবো। 
এতে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, জুবায়ের ইসলাম সেজান, সালমান জোয়ারদার, মুনতাসির মেহেদী, টি এম মুশফিক সাদ,আসির ইনতেসার অয়ন।
এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এনায়েতপুর উপজেলার নিহত শিহাবের পরিবার সহ অন্যান্য আহত ও নিহতের পরিবারবৃন্দ। 

জাফরান

×