জেলা প্রশাসনের উদ্যোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের অংশীজনের সঙ্গপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে জনগণের সেবা প্রদান করতে হবে। এ ছাড়া দেশের স্বার্থে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে সরকারের যে কোন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নেরও আহবান জানান তিনি।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ,অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র জেলা কমিটির সভাপতি এইচ এম এরশাদ, ছাত্র সমন্বয়ক সাহিদুল ওয়াহিদ সাহেদ এবং রবিউল হোসেন বক্তব্য রাখেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উখিয়া টেকনাফের বিভিন্ন এলাকায় সীমান্ত সড়ক নির্মাণে ব্যক্তি মালিকানাধীন জমির ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহন, সৈকত ও বাঁকখালী নদীর ভাঙ্গন রোধ, শাহপুরীর দ্বীপ বেড়িবাঁধ নির্মাণ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাফরান