ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

হামলাকারীকে খেলতে না দেওয়ায় জোরপূর্বক মাঠ দখল

প্রকাশিত: ১২:৫৫, ২৮ নভেম্বর ২০২৪

হামলাকারীকে খেলতে না দেওয়ায় জোরপূর্বক মাঠ দখল

বৈষম্য বিরোধী আন্দোলনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্তকে খেলতে না দেওয়ায় অন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মাঠ দখল করে খেলা বন্ধ করেছে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।

এমনই অভিযোগ করেছেন খেলায় অংশগ্রহণকারী অন্যান্য ফ্যাকাল্টির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, ইঞ্জিনিয়ারিং অনুষদ বনাম ফিশারিজ অনুষদ এর খেলায় বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা জোর পূর্বক খেলার মাঠ দখল করে খেলা বন্ধ করে দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ সহকারী প্রক্টর ও সহকারী পরিচালকবৃন্দ এসে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের মাঠ থেকে উঠাতে ব্যর্থ হলে খেলা বন্ধ করে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক মাহাবুব উল হাসান বলেন, বিজনেস স্টাডিজের  টিম ম্যানেজার ও কোচ প্রশাসনের নির্দেশ অনুযায়ী ছাত্র আন্দোলনে হামলাকারী খেলোয়াড়ের নাম কেটে  দেয়। আমরা সে অনুযায়ী খেলা শুরু করলে এবং খেলোয়াড়রা মাঠে না নামলে বিজনেস স্টাডিজ অনুষদের টিম ম্যানেজার ও কোচ ম্যাচ থেকে নাম তুলে নিয়ে ওয়াক ওভার ঘোষণা করে। ওয়াক ওভারের নিয়ম অনুযায়ী জয়ী হয় সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদ। পরবর্তী ম্যাচ শুরুর সময় বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা খেলার মাঠ দখল করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মাঠ থেকে উঠানোর চেষ্টা করলেও তারা উঠে নি। যার ফলে সেদিনের ম্যাচগুলো স্থগিত করা হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিজনেস স্টাডিজ টিমের একজন খেলোয়াড় জানায়, খেলোয়াড়রা মাঠ দখল করে নি। মাঠ দখল করেছে বিএস ফ্যাকাল্টির সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের দাবি হামলাকারী প্রমান না হওয়া সত্ত্বেও সে কেনো খেলতে পারবে না। আর হামলাকারী দায় অনেকজনর উপরে থাকলেও অনেকে বিভিন্ন অনুষদের টিমে খেলেছে। এই বিষয়ে যোক্তিক সমাধান প্রশাসন কেন নিচ্ছে না তার উত্তর জানতে চাই এবং পূর্ণাঙ্গ হামলাকারীর নাম প্রকাশ করে তাঁদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিক।

এ বিষয়ে জানার জন্য টিমের ম্যানেজার একাউন্টিং বিভাগের লেকচারার ফজলে রাব্বিকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত খেলোয়াড় বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. শাওন। সে বিজনেস স্টাডিজ ফুটবল টিমের অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

তানজিলা

×