ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

মুগদা লেক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

মেডিকেল রির্পোটার

প্রকাশিত: ১২:৪৮, ২৮ নভেম্বর ২০২৪

মুগদা লেক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদায় লেক থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ১৪ বছর বয়সী ওই কিশোরকে হত্যার পর লাশ গুমের জন্য লেকে কচুরিপানার নিচে রেখে দেয়া হয়েছে বল হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। টিশার্ট ও সবুজ রঙের হাফ প্যান্ট পড়া ওই কিশোরের মরদেহটি পঁচে ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বুঝা যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহটির ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, বুধবার রাতে স্থানীয় এক লোক মুগদা গ্রীন মডেল টাউন ব্লক-ই, রোড-২, ২৩ ও ২৪ নম্বর প্লটের মাঝামাঝি লেক পার থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, মরদেহটি লেকের কচুরিপানার নিচে লুকানো অবস্থায় ছিল। দেহটি অনেকটাই পঁচে ফুলে গেছে এবং পোকা ধরে গেছে। তবে আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না। এজন্য ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তাকে হত্যার পর কচুরিপানা নিচে লাশ লুকিয়ে রেখে দেওয়া হয়েছিল। তার পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় সনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

জাফরান

×