ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

আনাদলু সংবাদ সংস্থার চীফ রিপোর্টার কলাপাড়ায় সংবর্ধিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:২৯, ২৭ নভেম্বর ২০২৪

আনাদলু সংবাদ সংস্থার চীফ রিপোর্টার কলাপাড়ায় সংবর্ধিত

তুরস্কের আনাদুল সংবাদ সংস্থার চীফ রিপোর্টার ও তুরস্ক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক বিশ্লেষক সরোয়ার আলম-কে কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবীর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক সরোয়ার আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, কালেরকন্ঠের উপজেলা প্রতিনিধি জসীম পারভেজ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু।
সরোয়ার আলম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের সন্তান। আন্তর্জাতিক পরিমন্ডলে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ২০০৬ সালে স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার জন্য তিনি তুরস্কে যান। তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতায় অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন।
২০১৩ সাল থেকে তার সাংবাদিকতায় পথচলা শুরু। তিনি তুরস্কের ইয়ানি সাফাক, সাবা এবং টিআরটি নামে বড় কয়েকটি সংবাদ মাধ্যমেও কাজ করেছেন। 
২০১৬ সালে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় গণমাধ্যম আনাদলু সংবাদ সংস্থায় যোগদান করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নিউজ পাবলিশার্স হিসেবেও কাজ করছেন।
২০২১ সাল থেকে তিনি তুরস্কসহ মুসলিম বিশ্ব এবং বিশ্ব রাজনীতির গবেষণামূলক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন। এসব বিষয় নিয়ে তৈরি তাঁর কনটেন্টগুলো ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এমএম

×