হালুয়াঘাটে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে বিদেশ থেকে আমদানী করা পুরাতন শীতবস্ত্রের দোকানে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড়-চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিক্রি। এসব দোকানে নিজেদের সাধ্যের ভিতর পণ্য পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভেও হাসি ফুটছে বিক্রেতাদের মুখে।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, মধ্য বাজার রোড সহ উপজেলার বিভিন্ন বাজার গুলোতে বসছে পুরানো কাপড় বেচার এসব ভ্রাম্যমাণ দোকান। যেখানে রীতিমত ভিড় করছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। পুরাতন কাপড়ের এক বিক্রেতা বলেন, এ বছর আগের থেকে শীত পড়ায় শীতের পোশাক বিক্রি বেশি হচ্ছে। এতে করে আমাদেরও মোটামুটি ভালো লাভ হচ্ছে। এই ব্যবসা আমরা শুধু শীতের সময়েই করি। বছরের বাকি দিনগুলো আমরা অন্য কাজ করি।
ক্রেতা এরশাদ আলী,সুমন মিয়া বলেন,পুরাতন এসব শীতের দোকান গুলোতে সাধ্যের ভিতর অনেক ভালো ভালো মানের জেকেট,সুয়েটার,গেঞ্জিসহ পোশাক পাওয়া যাচ্ছে। যাতে আমাদের খরচ কম হয়। তাই সাধ্যের মধ্যে এখান থেকেই ভালো কিছু কেনার চেষ্টা করছি।
রাজু