সুশাসনের হাতিয়ার তথ্যই শক্তি, দূর্নীতি থেকে মুক্তি এই স্লোগান নিয়ে ঝালকাঠির শিশু পার্কে জেলা প্রশাসন ও ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি-টিআইবি এর আয়োজনে ২দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হবে। জন সাধারণের কাছে অবাধ তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌর প্রশাসক কাওছার হোসেন অতিথি ছিলেন। টিআইবি ঝালকাঠির এড়িয়া সমন্বয়কারী মিজানুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সনাক সভাপতি মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত স্বাগত বক্তব্য রাখেন। সভায় এই বিষয় নিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ মতামত তুলে ধরেন। মেলায় নূন্যতম ৪০টি স্টল থাকবে। আগামী ৯ ও ১০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে। জনসাধারণের সাথে সম্পৃক্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তথ্য উপস্থাপনের জন্য এই মেলায় স্টল থাকবে।
উদ্ভোধনী দিন ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মেলা ও আন্তর্জাতিক দূর্নিতী প্রতিরোধ দিবসের উদ্ভোধনী অনুষ্ঠান এখানে আয়োজন থাকবে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা শেষে র্যালী হবে। মেলায় স্টলের জন্য কোন জামানত বা এন্ট্রি ফি দিতে হবে না এবং আয়োজনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিটি স্টলের জন্য একটি ব্যানার, একটি টেবিল, ২টি চেয়ার ও ১টি টিউবলাইট সরবরাহ করা হবে। মেলাচলাকালীন সময়ে তথ্য প্রত্যাশীদের তথ্য প্রাপ্তির আবেদন গ্রহণ এবং চাহিত তথ্য আইন অনুযায়ী প্রদান করা হবে।
ছবিঃ ঝালকাঠিতে ২দিনব্যাপী তথ্য মেলার আয়োজন বিষয়ে প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, ২৭/১১/২০২৪।